নামাযে সুন্নতে মুয়াক্কাদা ১২টি
১. দুই হাত উঠনো।
২. দুই হাত বাঁধা।
৩. সানা পড়া।
৪. আউযুবিল্লাহ পড়া।
৫. বিসমিল্লাহ পড়া।
৬. প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার পড়া।
৭. রুকূর তাসবীহ বলা।
৮. রূকূ হইতে উঠিবার সময় সামি’আল্লাহু লিমান হামিদা (রব্বানা লাকাল হামদু বলা)
৯. সিজদার তাসবীহ বলা।
১০. দরূদ শরীফ পড়া।
১১. দুয়ায়ে মাসুরা পড়া।
১২. আলহামদুর শেষে আমীন বলা।