আল-আনফাল ফাউন্ডেশন
৳ 
zoom back ground
WhatsApp Image 2023-10-11 at 21.00.20_4d532238
WhatsApp Image 2023-10-11 at 21.00.21_6b11da79
WhatsApp Image 2023-10-11 at 21.00.21_36b4d6bf
previous arrow
next arrow

AL-ANFAL FOUNDATION

License No: RJSC s-13349/2020

 1no Word Charhazari, Companygonj, Noakhali

আমাদের কথা

মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরা এক স্বাধীন দেশের নাগরিক। আমাদের প্রিয় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এর শতকরা 90% মানুষ মুসলমান। মানব জাতির ইহ-পরকালীন শান্তি কল্যাণ ও মুক্তি নিঃসন্দেহে ইসলামী জীবনাদর্শে নিহিত। ইসলামের মূল উৎস হচ্ছে কুরআন এবং সুন্নাহ। আর মানবতার সেবার মত কল্যাণকর কাজের আঞ্জাম দেয়া হচ্ছে ইসলামের মূল আদর্শিক প্রেরণা। ব্যক্তি, নাগরিক, সমাজ ও মানব বিশ্বের সার্বিক কল্যাণ সাধন ইসলামের প্রধান লক্ষ্য। হাদীস শরীফে বর্ণিত আছে কল্যাণ কামিতাই দ্বীন। পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজের মধ্যে উত্তম হচ্ছে কুরআন শিক্ষা দেয়ার মত মহৎ কাজের আঞ্জাম দেয়া।

আমরা বিশ্বাস করি যে এই মহা বিশ্বের স্থায়িত্ব, সংরক্ষণ, ক্রমবিকাশ একমাত্র মহান আল্লাহর দান। যিনি অসীম জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী। যার হাতে রয়েছে জীবন জীবিকার চাবিকাঠি। যিনি সকল শক্তি ও ক্ষমতার উৎস। তিনি বলিয়াছেন,  সে তো বন্ধুর গিরিপথ অবলম্বন করেনি, তুমি কি জান বন্ধুর গিরিপথ কি? তা হচ্ছে বন্ধিদসায় আবদ্ধ ব্যক্তিকে মুক্ত করা অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, এতিম আত্মীয়কে অথবা দরিদ্র নিস্পেষিত নিঃস্বকে।  (সূরা বালাদ 11-16)

উপরোক্ত হুকুমের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করার নির্দেশ প্রদান করেছেন। আমরা যে দেশে বাস করি তাহা বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। দেশটি বহু বছর আগে স্বাধীনতা লাভ করলেও এই দেশের মানুষের জবীবন-যাত্রার মান উন্নত বিশ্বের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে। মৌলিক চাহিদা পূরণ অনেক কঠিন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইহার কারণ হচ্ছে যথাযথ পরিকল্পনার অভাব।

মহানন্দার তীর থেকে নাফ নদীর পাড় পর্যন্ত বিস্তৃত ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখন্ড, আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের দেশে প্রচুর পরিমাণ মানব সম্পদ, উর্বর ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং অনুকুল আবহাওয়া বিরাজ করতেছে। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে। এই জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, প্রয়োজন আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ। যার মাধ্যমে গড়ে উঠবে একদল দক্ষ ও যোগ্য জনশক্তি। যাদের কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

সমাজ জীবনে মানুষ একা কোন কাজ করতে পারে না। কিছু করতে হলে মানুষকে দরবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হয়। দলগত প্রচেষ্টায় মানুষ অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে। এই বাস্তবতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের ধনী-গরীব লোকদেরকে ঐক্যবদ্ধ করে কুরআন শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নের এক বিরাট কর্মসূচী হাতে নিয়ে গঠিত হয়েছে   আল-আনফাল ফাউন্ডেশন   যাহার পরিচালনায় রয়েছে একদল নিবেদিত প্রাণ, কর্মঠ ও উদ্দ্যমশীল দক্ষ জনশক্তি। এই প্রচেষ্টায় আপনার আগমন আমাদের অগ্র যাত্রাকে গতিশীল করবে।

লক্ষ্য ও উদ্দেশ্য

সমাজের মৌলিক সমস্যা ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের অবক্ষয়, জনগনের আদর্শিক ও নৈতিক পরিচর্চার অভাব, ক্ষুধা, দারিদ্রতা, অশিক্ষা ইত্যাদি। মানুষের মাঝে সঠিক চিন্তা চেতনা, জাতীয় সংহতি, ভাবনা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নের নির্দেশনা প্রদান এ সমাজের জন্য অতীব জরুরী। ইসলামী মূল্যবোধের আলোকে এসবের সুষ্ঠ প্রয়োগ এবং এর মাধ্যমে সমাজকে একটি সুখী সমৃদ্ধশালী আবাস ভূমিতে রুপান্তরিকরণে সহায়তা করাই এ সংস্থার মূল লক্ষ্য। এর উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী কুরআন শিক্ষা, আর্ত-মানবতার সেবা এবং মানুষের কল্যাণে নিবেদিত প্রতিটি সৎ ভাবনা ও উদ্যোগের প্রতি সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

আকুল আবেদন

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

عَنْ عُثْمَان بِنْ عَفَّان رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ). رَوَاهُ الْبُخَارِيْ

হযরত উসমান বিন আপ্পান (রাঃ) থেকে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) এরশাদ করেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন।  (বুখারী)

عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَعَلَّمُوا الْفَرَائِضَ والْقُرْآنَ وَعَلِّمُوا النَّاسَ فإنِّيْ مَقْبُوْضٌ). رَوَاهُ اِبْنِ مَاجَة

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত , রাসূলুল্লাহ্ (সাঃ) আরো এরশাদ করেন, তোমরা কুরআন মাজিদ ও ফারায়েজ শিখ,  এবং তা  অন্যকে শিক্ষা দাও। (ইবনে মাজাহ্)

আপনি জেনে খুশি হবেন যে, “আল-আনফাল ফাউন্ডশন” একটি বেসরকারী খালেচ দীনি শিক্ষা ও সেবা মূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান।“আল-আনফাল ফাউন্ডেশন” সমাজের সর্বস্তরে কুরআন শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে।এতে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় রয়েছে স্থানীয় এলাকাবাসী সহ দেশি-বিদেশি দ্বীনদরদী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেদের আন্তরিক প্রচেষ্টা।

আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ৩টি স্তরে কুরআন শিক্ষা চলতেছে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং শিশুদের জন্য কুরআন শিক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি একটি মসজি প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুকিশোর দের মেধা বিখাশের জন্য একটি ইংলিশ লেংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।

আমাদের পরবর্তী লক্ষ ও উদেশ্য হলো আমাদের দেশব্যপি জন সাধারণ কে ৩টি বিভাগে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং “শিশুদের” কে ডিজিটাল পদ্ধতিতে কুরআন শিক্ষা দান করা। এর জন্য আমাদের প্রয়োজন একটি আইটি ইনিস্টিটিউট। প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন প্রায় ১০০,০০,০০০/-(এক কোটি) টাকা মাত্র।

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই বিরাট বহুমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ও ভরশাই আমাদের পথেয় এবং আল্লাহর রহমতে জনসাধারণের সাহায্য ও সহযোগিতা নিয়ে অত্র প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা অতি দ্রুত গতিতে তার লক্ষ্যে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। তাই দ্বীনদরদী মুসলমান ভাই ও বোনেরা আপনাদের প্রতি সবিনয় আকুল আবেদন এই প্রতিষ্ঠানের জন্য আপনার সাধ্যমত অর্থ দান, সদকা, যাকাত, ফেতরা, মান্নত ইত্যাদি দান করে ইহকাল ও পরকালের জন্য সদকায়ে জারিয়ার নেকি হাসিল করুন এবং আপনার ভাই ও বোনদের কে দান করার জন্য উৎসাহ দিয়ে কুরআন শিক্ষা দানের সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি হাসেল করুন। “ধন্যবাদ

আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কর্মসূচী সমূহ :

zoom back ground
৳ 

X