আমাদের কার্যক্রম
কুরআন শিক্ষা
বৈজ্ঞানিক পদ্ধতিতে শুদ্ধ করে তাজবীদ সহ কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। দেশে বিদেশে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা ও পরিচালনা করা। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সার্বিক সহায়তা করা।
বয়স্ক ইসলামী শিক্ষা
সাধারণ মানুষের মধ্যে ইসলামী শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে শহর ও গ্রামের বয়স্কদের জন্য ইসলামী শিক্ষার ব্যবস্থা করা। মসজিদ ও মক্তব ভিত্তিক প্রকল্পের জন্য শিক্ষক ব্যবস্থাপনার ব্যয় নির্বাহ করা।
ত্রাণ তৎপরতা
প্রাকৃতিক সুর্যোগে দেশের যে কোন অঞ্চলে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, গৃহনির্মাণ, ক্ষুদ্র ঋণ সহায়তা, কৃষি উপকরণ ইত্যাদি প্রদান। তাৎক্ষনিক সহযোগিতার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া চালানো।
চিকিৎসা সেবা
দরিদ্র ও বিপদগ্রস্ত রোগীদের জন্য দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করা। নাগরিকদের স্বার্থে এ্যাম্বুলেন্স সুবিধাসহ দেশের বিভিন্ন স্থানে ক্লিনিক স্থাপন করা। রাজধানী ও প্রধান প্রধান শহরে হাসপাতাল প্রতিষ্ঠা করা।
মসজিদ প্রতিষ্ঠা ও সংস্কার
সারাদেশে প্রয়োজন অনুসারে মসজিদ প্রতিষ্ঠা, নির্মিত মসজিদ উন্নয়নে সহায়তা দান, পুরনো মসজিদ সংস্কারের ব্যবস্থা নেয়া।
মাদ্রাসা ও এতিম খানা
প্রতিষ্ঠিত মাদ্রাসা সমূহকে আধুনিকায়ন করণে সহায়তা করা। দূর্বল প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণে সহায়তা করা। নিজস্ব ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা।
ইফতার
প্রতি রমজান মাসে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মাহফিলে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা। বঞ্চিত ও সামর্থবান রোজাদারের মধ্যে সমন্বয় সাধন করা।
কোরবানী
সারা দেশে দরিদ্র ও বঞ্চিত নাগরিকদের জন্য পশু কোরবানীর ব্যবস্থা করা। ঈদুল আযহায় কোরবানী প্রকল্প বাস্তবায়ন করা।
বিশুদ্ধ পানি
অভাবী মানুষের জন্য বিভিন্ন অঞ্চলে নলকুপ স্থাপন করে এবং সংকটময় মুহূর্তে গাড়ির মাধ্যমে বিশুদ্ধ পানি সর্বরাহের ব্যবস্থা করা।
আলেম ও দ্বীনদার মুক্তিযোদ্ধাদের সহায়তা
আলেম, দ্বীনদার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য ভাতা কিংবা এককালীন সাহায্যের ব্যবস্থা করা।
বিবাহ
অভাবী যুবক, তরুণদের বিয়ের ব্যয় নির্বাহ বা সহযোগিতা প্রদান। কন্যদায়গ্রস্থ অভিভাবকের সাহায্যে এগিয়ে আসা। সমাজের বিপন্ন নারী, স্বামী পরিত্যক্ত বা অসহায় বিধবাদের সম্ভাব্য সাহায্য ও সম্মানজনক পূনর্বাসনের ব্যবস্থা করা।
যৌতুক বিরোধী ব্যবস্থা
যৌতুক একটি সামাজিক ব্যাধি। এই ভয়াবহ ব্যাধির সংক্রামণ হতে সমাজকে বাঁচাতে যৌতুকের বিরুদ্ধে প্রচারণা ও জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যৌতুক বিহীন বিবাহের ব্যবস্থা করা।
বে-ওয়ারিশ লাশ দাফন
দরিদ্র ও অসহায় মৃতের লাশ পরিবহনের ব্যবস্থা। বে-ওয়ারিশ লাশের দাপন-কাফনের ব্যবস্থা করা। দেশব্যাপী লাশ বহনের গাড়ী সার্ভিস চালু করা।
গণসচেতনতা সৃষ্টি
ধর্মীয় মানবিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি এবং প্রচারপত্র, পুস্তিকা ও পত্রিকা প্রকাশ করা।
মানবাধিকার
বিপদগ্রস্থ ব্যক্তিকে তার অধিকার রক্ষা ও আইনগত সুবিধা প্রাপ্তির পথে সহায়তা করা। নিরাপরাধ বন্দির মুক্তি, মামলায় নিপতিত ব্যক্তির সহায়তা এবং অধিকারহারা মানুষের জন্য পরামর্শের ব্যবস্থা করা।
আর্থিক ইবাদতের ব্যবস্থা
সামর্থবান নাগরিকদের আর্থিক সকল পূণ্যকর্ম সম্পাদন ও যাবতীয় সাদাকাহ, সাধারণ দান ইত্যাদি বিষয়ে জরুরী পরামর্শ ও ব্যবস্থাপনা সুবিধা প্রদান করা। হজ্ব ও যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণসহ সুষ্ঠ বন্টন ব্যবস্থায় সাহায্য করা।
শিশু ও নারী অধিকার
শিশুদেরকে শিশুশ্রমের নাগপাশ থেকে মুক্ত করে সু-শিক্ষার ব্যবস্থা করা। অভাবের তাড়নায় জীবন সংগ্রামরত নারীদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা।
গ্রন্থাগার ও পাঠাগার
সারাদেশে গ্রন্থাগার ও পাঠাগার প্রতিষ্ঠা। প্রতিষ্ঠিত বা প্রস্তাবিত উদ্যোগে সহযোগিতা প্রদান, যাতে নবীন প্রজন্ম ব্যাপক মানচর্চার সুযোগ পায় এবং সুযোগ্য নাগরিক রূপে গড়ে উঠে।
ট্রেনিং সেন্টার
দরিদ্র ও বেকার যুবকদের বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে আত্ম কর্মসংস্থান গড়ার জন্য সহায়তা প্রদান করা।
ভবিষ্যৎ কর্মসূচীঃ
১। অর্থায়ন, বিনিয়োগ, ক্ষুদ্রঋণ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করা।
২। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উন্নয়নমুখী প্রকল্প চালু করা।
We will communicate with you as soon as possible