আল-আনফাল ফাউন্ডেশন

English Language club

Introduction- ভুমিকা

বিশ্বায়নের এই যুগে সবারই ইংরজেরি প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বাংলাদেশের শিক্ষিত মানুষরা ইংরেজিতে দুর্বলতার কারণে বিশ্বায়নের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। বর্তমানে শুধু মাতৃভাষা বাংলা দিয়ে সব কাজ করা সম্ভব নয়। । সেজন্যও ইংরেজি জানা প্রয়োজন। জীবনযাত্রার পরিবর্তন থেকে শুরু করে চাকুরি পাওয়া, প্রমোশন, তথ্য-প্রযুক্তির ব্যবহার, আমদানি-রফতানির কাজের জন্য ইংরেজি জানার প্রয়োজনীয়তা ব্যাপক।

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আধুনিক বিশ্বে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ইংরেজি। ইংরেজি বিষয় নিয়ে আমাদের সকলের মধ্যে কমবেশি আতংক কাজ করে। ছাত্র, শিক্ষক, এমনকি অভিভাবক মহলেও। কিন্তু আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে প্লে-নার্সারি শ্রেণি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জনে ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ অপরিহার্য। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনে নয়, অফিসিয়াল ভাষা হিসেবেও ইংরেজি ভাষার ব্যবহার অপরিসীম।

আমাদের দেশে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা ব্যবহারে খুবই দুর্বল। ইংরেজিতে ভালো নম্বর পেয়ে পাস করেও তারা কর্মক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা দেখাতে পারে না। কারণ তারা ইংরেজি ভাষা শিখে, ভাষা অর্জন করে না। বিদেশি ভাষা হিসেবে প্রথমেই তাদের মধ্যে একটি ভীতি কাজ করে। তাছাড়া যে কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা ইংরেজি পড়ে পরীক্ষায় পাস করার জন্য, ইংরেজি শেখা বা জানার জন্য নয়। খুব অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী পাওয়া যাবে যারা আগ্রহের সাথে ইংরেজি পড়ে।

ইংরেজি না জানার কারণে বাংলাদেশের মানুষ বিশ্বায়নের এই যুগে পিছিয়ে পড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যমের কিছু স্কুল মোটামুটি ইংরেজি শেখাচ্ছে। তবে বেশিরভাগেরই খারাপ অবস্থা। উচ্চারণ ঠিক হচ্ছে না। ভুল ইংরেজি শিখছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও নিজের মতো করে ইংরেজি শেখাচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের শেখানোর মধ্যে কোনো সমন্বয় নেই।গ্রামগঞ্জে থাকা দেশের প্রায় ৭০ ভাগ মানুষই ইংরেজি শেখা থেকে বঞ্চিত হচ্ছে। দক্ষ ইংরেজি শিক্ষকের অভাবে বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছাত্রছাত্রীরা ইংরেজি ভাষা শিখতে পারছে না।দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইংরেজির ব্যাপক ব্যবহারের কোনো বিকল্প নেই। আল-আনফাল ফাউন্ডেশন ইংলিশ লেংগুয়েজ ক্লাব নামে ইংরেজী ভাষারি ব্যাপক চর্চার জন্য দেশ ব্যাপি একটি প্রতষ্ঠান পরিচালনার উদ্যোগ গ্রহন করেছে। আপনাদের সকলের দুয়া ও পরামর্শ কামনা করছি।

Lesson one

Name = নাম, Father = বাবা , Mother = মা , Sister = বোন, Brother = ভাই , Son = পুত্র , Daughter = কন্যা,  My = আমার, Father-in-law = শশুর, Grandfather = দাদা/ দাদু,  Grandfather-in-law = দাদা শশুর, Mother-in-law = শাশুড়ী , Grandmother = দাদী, Grandmother-in-law = দাদী শাশুড়ী, Sister-in-low = শ্যালী/জ্যা / ভাত্রি বধু ,Cousin = চাচাত/ ফুফাত/ খালাত ভাই বা বোন , Brother-in-law = শালা/ শ্যালক/ভাসুর , Brother’s daughter/Niece = ভাইঝি/ ভাইয়ের মেয়ে , Brother’s son/Nephew = ভাই পো / ভাইয়ের ছেলে বা ভাতিজা , Son-in-law = মেয়ের জামাই , Grandson = নাতি , Grandson-in-law = নাত জামাই , Grand son’ wife = নাত বৌ , Daughter –in –lay=পুত্র বধু, Granddaughter = নাতনী , Granddaughter-in-law = নাত বৌ , Paternal Uncle/ father’s brother = চাচা , Aunt = চাচি/ফুফু/মামী, Maternal uncle/ mother’s brother = মামা , Maternal aunt = মামী , Husband of niece = ভাইঝি জামাই , Stem mother = সৎ মা।

Lesson Two

  1. সালাম/আদাব = ‍assalamu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh  Hi, Hello
  2. আপনি কেমন আছেন? / তুমি কেমন আছো? = How are you?
  3. আমি ভালো আছি,আপনি কেমন আছেন? = i am fine,and you?
  4. আপনি কেমন আছেন? / তুমি কেমন আছো? = How do you do?
  5. তোমার/আপনার নাম কি? = What is your name?
  6. আপনি কোথায় থাকেন ? = where do you from?

Furniture – আসবাবপত্র

1. Almirah : (আলমিরা) – আলমারি  2. Article : (অর্টিকেল) – জিনিস 3. Bed : (বেড) – বিছানা 4. Brush : (ব্রাশ) – বুরূশ 5. Basket : (বাস্কেট) – ঝুড়ি 6. Bucket : (বাকেট) – বালতি 7. Candle : (ক্যান্ডল) – মোমবাতি 8. Clock : (ক্লক) – ঘড়ি 9. Carpet : (কার্পেট) – গালিচা 10. Chair : (চেয়ার) – কেদারা 11. Comb : (কম) – চিরুনি 12. Cloth – stand : (ক্লথ স্ট্যান্ড) – আলনা 13. Drain : (ড্রেন) – নালা, নর্দমা 14. Door : (ডোর) – দরজা 15. Dish : (ডিস) – বড় থানা 16. Pot : (পট) – পাত্র 17. Mattress : (ম্যাট্রিস) – তোষক 18. Iron safe : (আইরন সেফ) – লোহার সিন্দুক 19. Iron war : (আইরন ওয়ের) – লেীহদ্রব 20. Picture : (পিকচার) – ছবি 21. Easy – chair : (ইজি চেয়ার) – আরাম কেদারা 22. Garden house : (গার্ডেন হাউজ) – বাগান বাড়ি 23. Green room : (গ্রিন রূম) – সাজঘর 24. Gate : (গেইট) – ফটক 25. Umbrella : (আমব্রেলা) – ছাতা 26. Water pot : (ওয়াটার পট) – ঘটি, বদনা 27. Wrist watch : (রিস্ট ওয়াচ) – হাতঘড়ি 28. Wall clock : (ওয়াল ক্লক) – দেয়াল ঘড়ি 29. Lantern : (ল্যান্টান) – হারিকেন, লন্ঠন 30. Torch : (টর্চ) – মশাল 31. Tea – pot : (টি – পট) – চা – দানি 32. Utensil : (ইউটেনসিল) – বাসনপত্র 33. Spoon : (স্পুন) – চামচ 34. Soap : (সোপ) – সাবান 35. Godown : (গোডাউন) – গুদাম 36. Glass : (গ্লাস) – গ্লাস 37. Hall : (হল) – হলঘর 38. Iron safe : (আয়রন) – লোহার সিন্দুক 39. Inn : (ইন) – সরাইখানা 40. Jar : (জার) – কলস 41. Key : (কী) – চাবি 42. Kitchen : (কিচেন) – রান্নাঘর 43. Kettle : (কেটল) – কেটলি 44. Knife : (নাইফ) – ছুরি 45. Razor : (রেজর) – ক্ষুর 46. Radio : (রেডিও) – বেতার 47. Quilt : (কুইল্ট) – পালক 48. Saucer : (সসার) – পিরিচ 49. Bed – sheet : (বেড – শিট) – বিছানার চাদর 50. Lid : (লিড) – ঢাকনা 51. Carpet : (কারপেট) – কারপেট 52. Lamp : (ল্যাম্প) – প্রদীপ 53. Looking glass : (লুকিং গ্লাস) – আয়না 54. Lock : (লক) – তাল