নামায ভঙ্গের কারণ ১৯টি
১. নামাযে অশুদ্ধ পড়া।
২. নামাযের ভিতর কথা বলা।
৩. কোন লোককে সালম দেওয়া।
৪. সালামের উত্তর দেওয়া।
৫. উহ্ আহ্ শব্দ করা।
৬. বিনা ওজরে কাশা।
৭. আমলে কাছীর করা।
৮. বিপদে কি বেদনায শব্দ করিয়া কাঁদা।
৯. তিন তাসবীহ পরিমাণ সতর খুলিয়া থাকা।
১০. মোক্তাদী ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া।
১১. সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া।
১২. নাপাক জায়গায় সিজদাহ করা।
১৩. নামাযে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা।
১৪. খাওয়া ও পান করা।
১৫. হাঁচির উত্তর দেওয়া।
১৬. কিবলার দিক হইতে ছিনা ঘুরিয়া যাওয়া।
১৭. নামাযে কুরআন শরীফ দেথিয়া পড়া।
১৮. ইমামের আগে মোক্তাদী দাঁড়ানো।
১৯. নামাযে শব্দ করিয়া হাসা।