নামাযের বাহিরে এবং ভিতরে ফরয ১৩টি
নামাযের বাহিরের ফরয ৭টি
১. শরীর পাক।
২. কাপড় পাক।
৩. নামাযের জায়গা পাক।
৪. সতর ঢাকা।
৫. কিবলামুখী হওয়া।
৬. ওয়ক্ত মতো নামায পড়া।
৭. নামাযের নিয়ত করা।
নামাযের ভিতরের ফরয় ৬টি
১. তাকবীরে তাহরীমা বলা।
২. খাড়া হইয়া নামায পড়া।
৩. ক্বিরাত পড়া।
৪. রুকূ কর।
৫. দুই সিজদাহ করা।
৬. আখেরী বৈঠক করা।