মুনাজাত
رَبَّنَا اٰتِنَا فِـي الدُّنْيَا حَسَنَةً وَّفِـي الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ0 (:سورة البقرة، الآية201)
হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়য় কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচান। (সূরা বাকারা আয়াত-২০১)
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا (سورة الفرقان الآية-65)
হে আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান তার আযাবতো সর্বনাশা। (সূরা ফোরকান-৬৫)
رَبَنَاوَلَاتُحَمِّلْنَامَالَا طَاقَةَلَنَابِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَافَانْصُـرْنَ عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ0 (البقرة-286)
হে আমাদের প্রতিপালক যে বোঝা বহন করার সামর্থ আমাদের নেই, তা আমাদের উপর চাপিয়ে দিয়েন না। আমাদের প্রতি কোমল হোন, আমাদের অপরাধ ক্ষমা করুন এবং আমাদের প্রতি করুণা করুন। আপনি আমাদের অভিভাবক। কাফেরদের মোকাবিলায় আপনি আমাদের সাহায্য করুন।