আল-আনফাল ফাউন্ডেশন

(مد) মদ্দঃ

মদ্দ শব্দের অর্থ টানিয়া পড়া। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ্দ বলে। মদ্দের হরফ তিনটি ( ا و ي )। (ক) জবরের বাম পাশে খালি “অলিফ” মদ্দের হরফ = ( بَا ) (খ) পেশের বাম পাশে জযম ওয়ালা “ওয়া” মদ্দের হরফ = ( بُوْ ) (গ) জেরের বাম পাশে জযম ওয়ালা “ইয়া” মদ্দের হরফ = ( بِـىْ ) মদ্দের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়তে হয়। যেমনঃ

جَاجُوْاجِـىْ

ثَا ثُوْاثِـىْ

تَاتُوْاتِـىْ

بَابُوْا بِـىْ

মদ্দ মোট এগারো প্রকার

এক আলিফ মদ্দ চার প্রকার

তিন আলিফ মদ্দ দুই প্রকার

চার আলিফ মদ্দ পাঁচ প্রকার