আল-আনফাল ফাউন্ডেশন

গুন্নাহ

গুন্নাহ : নাকের বিতর ধরে গুন গুন করে পড়াকে গুন্নাহ বলে।

ওয়াজিব গুন্নাহ

ওয়াজিব গুন্নাহ : (ن) নূন এবং (م) মীমের উপর তাশদিদ আসলে গুন্না করে পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে।

اِنَّ اُمَّةً
اَئِمَّةٌ
جَمًّا
عَمَّ
أَمَّنْ
مُـزَّمِّلٌ
مُسَمًّى
ثُمَّ
يَظُنُّ
جَنَّةٌ
اَلْـخُنَّـسُ

اَلْكُنَّسُ

اَلنَّبِيُّ
لِجَهَنَّمَ
مُحَمَّدٌ
اِنَّهُ
لَاُقَطِّعَنَّ
X