আল-আনফাল ফাউন্ডেশন

donate: al anfal foundation masjid complex

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যেব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মান করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মান করবেন। এটি একটি বহুমুখি প্রকল্প। আপনার সার্বিক সহযোগিতা আমাদের কামনা করি।

Account Title:     AL-ANFAL FOUNDATION

Account No: 20501090202992708

Routing No: 125272326

SWIFT Code: IBBLBDDH109

Islami Bank Bangladesh Ltd

Foreign Exchange Branch Dhaka

zoom back ground
৳ 

একটি আদর্শ মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার গড়ে তোলার সপ্ন নিয়ে আমাদের পথ চলা। ইন শা আল্লাহ আল-আনফাল ফাউন্ডেশন এর পরিকল্পনায় রয়েছে, মসজিদ, ডিজিটাল কুরআশিক্ষা শিশু বিভাগ, ডিজিটাল কুরআন শিক্ষা বয়স্ক পুরুষ বিভাগ, ডিজিটাল কুরআন শিক্ষা বয়স্ক মহিলা বিভাগ, বিভিন্ন প্রশিক্ষণ এবং ইসলাকিম মিডিয়া সেন্টার।

স্বপ্নের এই মসজিদ কমপ্লেক্সের একজন প্রতিষ্ঠাতা হতে পারেন আপনিও। মাত্র ২৫০০ (দুই হাজার পাঁচ শত) টাকা দান করে আপনি হতে পারেন একজন (এক) স্কয়ার ফিট নির্মান ডোনার।

স্কয়ারফিট নির্মান ডোনার হতে ক্লিক করুন:

https://alanfalfoundation.com/donate-al-anfal-foundation-m…/

স্কয়ারফিট ডোনারগণ অনুদান প্রদান করতে পারবেন নিম্নোক্ত ব্যাংক অ্যাকাউন্টে:

Account Title: AL-ANFAL FOUNDATION
Account No: 20501090202992708
Routing No: 125272326
SWIFT Code: IBBLBDDH109
Islami Bank Bangladesh Ltd
Foreign Exchange Branch Dhaka

এছাড়া যে কোনো পরিমাণ অর্থ এই প্রজেক্টে দান করতে পারেন। বিশেষ করে এই প্রকল্পে এককালীন ১লক্ষবা ৫০হাজার টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন ও দাতা সদস্য হয়েও অংশগ্রহণ করতে পারেন।

বিকাশ (পারসোনাল)নগদ: 01768486404
বিকাশ (পারসোনাল)01856919033
রকেট:017684864045

এটি একটি সাদকায়ে জারিয়াহমূলক প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন-শা-আল্লাহ।

আল্লাহ তায়ালা বলেন, “যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত করে শস্যদানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।” [সূরা বাকার: আয়াত ২৬১]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, “যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’’ [সহীহ বুখারী: হাদীস ৪৫০, সহীহ মুসলিম: হাদীস ৫৩৩]

সার্বিক যোগাযোগ: 01768486404

X