১) প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে যিনি নিখিল বিশ্ব জাহানের রব। ২) পরম দয়ালু ও করুণাময়। ৩) প্রতিদান দিবসের মালিক।৪) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। ৫) তুমি আমাদের সোজা পথ দেখাও। ৬) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।