আল-আনফাল ফাউন্ডেশন

নামাযের ওয়াজিব ১৪টি

১. আলহামদু শরীফ পুরা পড়া।

২. আলহামদুর সহিত সূরা মিলানো।

৩. রুকূ সিজদায় দেরী করা।

৪. রূকূ হইতে সোজা হইয়া খাড়া হওয়া।

৫. দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা।

৬. দারমিয়ানি বৈঠক।

৭. উভয় বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।

৮. ইমামের জন্য ক্বিরাত আস্তে এবং জোরে পড়া।

৯. বিতিরের নামাযে দোয়ায়ে কুনুত পড়া।

১০. দুই ঈদের নামাযে ছয় ছয় তাকবীর বলা।

১১. প্রত্যেক ফরয নামাজের প্রথম দুই রাকাত কে ক্বিরাতের জন্য নির্ধারীত করা।

১২. প্রত্যেক রাকাতের ফরযগুলির তারতীব ঠিক রাখা।

১৩. প্রত্যেক রাকাতের ওয়জিবগুলির তারতীব ঠিক রাখা।

১৪. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ বলিয়া নামায শেষ করা।

X