১। ণ/ন-ফলা : চিহ্ন, রত্ন, পূর্বাহ্ন (হ+ন), অপরাহ্ণ (হ+ণ), কৃষ্ণ (ষ+ণ)।
২। ব-ফলা : বিশ্বাস, নিঃস্ব, নিতম্ব।
৩। ম-ফলা : তন্ময়, পদ্ম, আত্মা।
৪। য-ফলা : সহ্য, অত্যন্ত, বিদ্যা।
৫। র-ফলা : গ্রহ, ব্রত, স্রষ্ট।
“রেফ : বর্ণ, স্বর্ণ, তর্ক, খর্ব।”
৬। ল-ফলা : ক্লান্ত, অম্লান, উল্লাস।
বাংলা স্বরবর্ণের সঙ্গে ফলা যুক্ত হয়। যেমন : এ্যাপোলো, এ্যাটম, অ্যাটর্নি, অ্যালার্ম ধ্বনি ইত্যাদি।