আল-আনফাল ফাউন্ডেশন

ত্রাণ তৎপরতা

আল-আনফাল পাউন্ডেশন  দারাবাহিক তৎপরতা হিসেবে করোনা ভাইরাস মহামারি আসার পর সারাদেশ লকডাইনের কারণে খেটেখাওয়া মানুষদের কিছু পরিবারকে  নিত্য প্রয়োজনীয় পন্য যেমন চাল, ডাল, তেল , লবন, সাবান পেয়াজ , আলু ইত্যাদি বিতর করে। এতে ফাউন্ডেনের সেচ্ছাসেবকগণ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসে। ভবিষ্যতে বৃত্তবানদের সহায়তা নিয়ে আমরা আরো বড় পরিসরে ত্রাণ বিতরণের আশারাখি ইনশা আল্লাহ। এর পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা সহায়তা করেছেন তাদের এই দানকে আল্লাহ তায়ালা কবুল করেন এই দেয়া কামনা করি। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে নিজেদের প্রতিবেশিদের খবর রাখার চেষ্টা করবো। কারণ আপনার উপর আপনার প্রতিবেশিদের হক রয়েছে। রাসূল সঃ এরশাদ করেন তোমরা তরকারী রান্না করার সময় একটু পানি বেশি দিয়ে রান্না করিও যাতে প্রতিবেশির নিকট প্রেরণ করতে পার।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

X