ঈমান আরবী শব্দ এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান একটি মূল্যবান সম্পদ। ঈমান মুসলমানদের কাছে প্রানের চেয়েও প্রিয়। শরীয়তের পরিভাষায় মুখে শিকার, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করাকে ঈমান বলে।
ঈমানের বিষয়ে আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সূরা বাকারার ১৭৭ নং আয়াতে এরশাদ করেন :
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آَمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ
পূর্ব ও পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের জন্য কোন কল্যাণ নেই বরং প্রকৃত কল্যান হচ্ছে যে আল্লাহ, পরকার, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ এবং নবীদের উপর বিশ্বাস স্থাপন করে। (বাকারা-১৭৭)
ঈমানের রোকন ছয়টি। ১) আল্লাহ তায়ালার উপর বিশ্বাস। ২) ফেরেশতা গণের উপর বিশ্বাস ৩) কিতাব সমূহের উপর বিশ্বাস ৪) নবীগণের উপর বিশ্বাস। ৫) পরকালের উপর বিশ্বাস ৬) তাকদিরের ভাল মন্দের উপর বিশ্বাস।
ঈমানের বিষয়ে হাদিস :