আল-আনফাল ফাউন্ডেশন

ইদগামঃ

ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ ছয়টি  ي  ر م  ل  و  ن নূনে ছাকিন অথবা তানবীনের পরে এ ছয়টি হরফের ي  ر م  ل  و  ن যে কোন একটি হরফ আসলে ঐ নূনে ছাকিন অথবা তানবীনকে পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়।

ইদগাম দুই প্রকারঃ

১। ইদগামে বা-গুন্নাহ

২। ইদগামে বে-গুন্নাহ

১। ইদগামে বা-গুন্নাহঃ ইদগামে বা-গুন্নার হরফ চারটি ي  م  و ن নূনে ছাকিন অথবা তানবীনের পরে এ চারটি হরফের  ي  م  و ن যে কোন একটি হরফ আসলে ঐ নূনে ছাকিন অথবা তানবীনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হয়। যেমনঃ

مِنْ مَّالٍ

قَوْمٌ مُّسْرِفُوْنَ

قَوْمٌ يَّعْكِفُوْنَ

مَنْ يَّفْعَلُ

مِنْ وَّالٍ
هُزُوًا وَّلَعِبًا
سُلْطَانًانَّصِيْرًا
مِنْ نَّفْعِهٖ 
مِنْ لَّدٌ

কিন্তু একই শব্দে যদি নূনে ছাকিন অথবা তানবীনের পরে এ চারটি হরফ ي م و ن আসে তখন ইদগাম করা যাবে না। যেমনঃ

دُنْيَانٌ

بُنْيَانٌ

صِنْوَانٌ

قِنْوَانٌ

২। ইদগামে বে-গুন্নাহঃ ইদগামে বে-গুন্নার হরফ দুইটি ر ل নুনে ছাকিন অথবা তানবীনের পরে এ দুটি হরফের যে কোন একটি হরফ আসলে ঐ নূনে ছাকিন অথবা তানবীনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ

عَزِيْزٌرَّحِيْمٌ

مِنْ رَّحْمَةٍ

رِزْقًالَّكُمْ

مَنْ لاَّيُجِبْ

 

 

 

 

 

 

 

 

 

 

X