আল-আনফাল ফাউন্ডেশন

ইক্বলাবঃ

ইক্বলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইক্বলাবের হরফ একটি - ب নূনে ছাকিন অথবা তানবীনের পরে ইক্বলাবের হরফ ب আসলে ঐ নূনে ছাকিন অথবা তানবীনকে  م দ্বারা পরিবর্তন করে গুন্নাহ সহ পড়তে হয়। যেমনঃ

جَنْۢبٌ

مِنْۢ بَعْدِ

لَيُنْۢبَذَنَّ

سَمِيْعٌۢ بَصِيْرٌ

خَبِيْرٌۢبِمَا

َنَسْفَعًاۢبِالنَّاصِيَةِ

بِذَنْۢبِهِمْ

مِنْۢ بَاْسٍ

  

X