আমরা বিশ্বাস করি যে এই মহাবিশ্বের স্থায়ীত্ব সংরক্ষণ ক্রমবিকাশ একমাত্র মহান আল্লাহর দান। যিনি অসীম জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী। যার হাতে রয়েছে জীবন জীবিকার চাবিকাঠি। যিনি সকল ক্ষমতার উৎস। তিনি বলেছেন, “সে তো বন্ধুর গিরিপথ অবলম্বন করেনি, তুমি কি জান বন্ধুর গিরিপথ কি? তা হচ্ছে দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, এতিম আত্মীয়কে অথবা দরিদ্র নিষ্পেষিত নিঃস্বকে।” (সূরা বালাদ ১১-১৬) উপরোক্ত হুকুমের মাধ্যমে মহান আল্লাহ মানব সেবাকে অত্যান্ত গুরুত্ব দয়েছেন। আমরা যে দেশে বাস করি তাহা বিশ্বের দরিদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম দেশটি প্রায় চার দশক পূর্বে স্বাধীনতা লাভ করলেও উন্নত বিশ্বের তুলনায় এই দেশের মানুষের জীবন-যাত্রার মান এখনও অনেক পিছিয়ে রয়েছে। মৌলিক চাহিদা পূরণ অনেক কঠিন দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
মহানন্দার তীর থেকে নাফ নদীর পাড় পর্যন্ত বিস্তৃন্ন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখন্ড আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের দেশে প্রচুর পরিমাণ মানব সম্পদ, উর্বর ভূমি, প্রাকৃতিক সম্পদ এবং অনুকূল আবহাওয়া বিরাজ করছে। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে। এই জন্য প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা, প্রয়োজন আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ। যার মাধ্যমে গড়ে উঠেবে একদল দক্ষ ও যোগ্য জনশক্তি। যাদের কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন ঘটানো সম্ভব হবে।
সমাজ জীবনে মানুষ একা কোন কাজ করতে পারে না। কিছু করতে হলে মানুষকে দলবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হয়। দলগত প্রচেষ্টায় মানুষ অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারে। এই বাস্তবতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের ধনী-গরীব লোকদের ঐক্যবদ্ধ করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও সমাজ উন্নয়নের এক বিরাট কর্মসূচী হাতে নিয়ে গঠিত হয়েছে “আল-আনফাল ফাউন্ডেশন” যাহার পরিচালনায় রয়েছে একদল নিবেদিত প্রাণ, কর্মঠ ও উদ্যমশীল দক্ষ জনশক্তি। এই প্রচেষ্টায় আপনার আগমণ আমাদের অগ্র যাত্রাকে গতিশীল করবে।