আল-আনফাল ফাউন্ডেশন
৳ 

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

عَنْ عُثْمَان بِنْ عَفَّان رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ). رَوَاهُ الْبُخَارِيْ

হযরত উসমান বিন আপ্পান (রাঃ) থেকে বর্নিত রাসূলুল্লাহ্ (সাঃ) এরশাদ করেন, তোমাদের মধ্যে সর্ব উত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন।  (বুখারী)

عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: (تَعَلَّمُوا الْفَرَائِضَ والْقُرْآنَ وَعَلِّمُوا النَّاسَ فإنِّيْ مَقْبُوْضٌ). رَوَاهُ اِبْنِ مَاجَة

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত , রাসূলুল্লাহ্ (সাঃ) আরো এরশাদ করেন, তোমরা কুরআন মাজিদ ও ফারায়েজ শিখ,  এবং তা  অন্যকে শিক্ষা দাও। (ইবনে মাজাহ্)

আপনি জেনে খুশি হবেন যে, “আল-আনফাল ফাউন্ডশন” একটি বেসরকারী খালেচ দীনি শিক্ষা ও সেবা মূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান।“আল-আনফাল ফাউন্ডেশন” সমাজের সর্বস্তরে কুরআন শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করে।এতে অর্থনৈতিক সাহায্য সহযোগিতায় রয়েছে স্থানীয় এলাকাবাসী সহ দেশি-বিদেশি দ্বীনদরদী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেদের আন্তরিক প্রচেষ্টা।

আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ৩টি স্তরে কুরআন শিক্ষা চলতেছে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং শিশুদের জন্য কুরআন শিক্ষা ব্যবস্থা। এর পাশাপাশি একটি মসজি প্রতিষ্ঠা করা হয়েছে। শিশুকিশোর দের মেধা বিখাশের জন্য একটি ইংলিশ লেংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে।

আমাদের পরবর্তী লক্ষ ও উদেশ্য হলো আমাদের দেশব্যপি জন সাধারণ কে ৩টি বিভাগে “বয়স্ক পুরুষ বিভাগ,” “বয়স্ক মহিলা বিভাগ” এবং “শিশুদের” কে ডিজিটাল পদ্ধতিতে কুরআন শিক্ষা দান করা। এর জন্য আমাদের প্রয়োজন একটি আইটি ইনিস্টিটিউট। প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন প্রায় ১০০,০০,০০০/-(এক কোটি) টাকা মাত্র।

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই বিরাট বহুমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ও ভরশাই আমাদের পথেয় এবং আল্লাহর রহমতে জনসাধারণের সাহায্য ও সহযোগিতা নিয়ে অত্র প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়ন, উন্নয়ন,
পরিকল্পনা ও ব্যবস্থাপনা অতি দ্রুত গতিতে তার লক্ষ্যে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। তাই দ্বীনদরদী মুসলমান ভাই ও বোনেরা আপনাদের প্রতি সবিনয় আকুল আবেদন এই প্রতিষ্ঠানের জন্য আপনার সাধ্যমত অর্থ দান, সদকা, যাকাত, ফেতরা, মান্নত ইত্যাদি দান করে ইহকাল ও পরকালের জন্য সদকায়ে জারিয়ার নেকি হাসিল করুন এবং আপনার ভাই ও বোনদের কে দান করার জন্য উৎসাহ দিয়ে কুরআন শিক্ষা দানের সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি হাসেল করুন। “ধন্যবাদ”

zoom back ground
৳ 

X